উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় গ্রেফতার ৪

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজ বিডি,
ঢাকা : কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে গত ৯ এপ্রিল রাতে ঢাবি উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন- রাকিবুল হাসান ওরফে রাকিব (২৬), মাসুদ আলম ওরফে মাসুদ (২৫), আলী হোসেন শেখ ওরফে আলী (২৮) ও আবু সাইদ ফজলে রাব্বী ওরফে সিয়াম (২০)। ২৯ এপ্রিল (রবিবার) দুপুরে রাজধানীর চাঁনখারপুল এলাকা থেকে তাদেও গ্রেফতার করা হয়।

ডিএমপির সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী জানান, গ্রেফতার চারজনের মধ্যে কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। শুধু মাসুদ আলম ঢাকা আলিয়া মাদরাসার ছাত্র। বাকি তিনজন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র নয়। এরমধ্যে রাকিবের নামে বরিশাল ও লক্ষ্মীপুরে পাঁচটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

গ্রেফতারদের কাছ থেকে ঘটনার দিন চুরি যাওয়া দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

২৯ এপ্রিল ২০১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ