মজার বিজ্ঞাপনে মেসি-নেইমাররা

barcelona মজার বিজ্ঞাপনে মেসি-নেইমাররাস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বার্সেলোনা এবং কাতার এয়ারওয়েজের অংশীদারিত্ব নিয়ে তৈরি হয়েছে একটি বিজ্ঞাপনচিত্র যাতে অংশ নিয়েছে মেসি নেইমারসহ ক্লাবের আরো কয়েকজন তারকা ফুটবলার। বিজ্ঞাপনটিতে মজার সব কাণ্ড করতে দেখা গেছে তাদের।

বিজ্ঞাপনটিতে ডিফেন্ডার জেরার্ড পিকে অভিনয় করেছেন ইমিগ্রিশন অফিসার হিসেবে। বার্সেলোনায় বিমানযাত্রী হয়ে আসা নেইমারের পাসপোর্টে সিল মারে তাকে আমন্ত্রণ জানান তিনি।

barcelona মজার বিজ্ঞাপনে মেসি-নেইমাররা 03নেইমারও কী কম যান, বিমানবন্দরেই দেখিয়ে দেন বল নিয়ন্ত্রণের কৌশল।

বিজ্ঞাপনচিত্রে দেখা যায়, ইনিয়েস্তা মেতে উঠেছেন চিত্রকর্মে। তবে তুলি দিয়ে নয়, ছবি আঁকায় তার উপকরণ হচ্ছে ফুটবল।

চারবারের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসিকে দেখা যায় অ্যারোবিক্সের ক্লাস নিতে। তালে তালে শরীরচর্চায় তার সঙ্গীও ফুটবল।

ডিফেন্ডার পুয়োল দৌড়ে এসে হেড করেন; তবে বলে নয়, উপর থেকে খসে পড়া ফুলের টবে।

মঙ্গলবার ‘অফিসিয়াল গ্লোবাল পার্টনার’ কাতার এয়ারওয়েজের সঙ্গে বার্সেলোনার তিন বছরের বাণিজ্যিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সে উপলক্ষেই তৈরি করা হয়েছে বিজ্ঞাপনচিত্রটি। দু পক্ষের চুক্তির মেয়াদ শুরু হয়েছে গত ১ জুলাই থেকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ