সাংবাদিক উৎপল নিখোজের প্রতিবাদে মোমবাতি প্রোজ্জ্বলন

প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকা:নিখোঁজ তরুন সাংবাদিক উৎপলের জন্মদিনে মুখে কালো কাপড় বেধে হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সমাজ।

৩০ অক্টোবর (সোমবার) রাতে একুশে টেলিভিশনের সমানে এক ঘন্টা ব্যাপি এ প্রতিবাদ কর্মসূচির অায়োজন করে সাধারণ সাংবাদিকরা।

প্রতিবাদ কর্মসূচিতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, সাবেক সাধারণ সম্পাদক রাজু অাহমেদ, বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম সহ অনেকেই।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, উৎপল দাস নিখোঁজে গোটা সাংবাদিক সমাজ স্তব্ধ।

তিনি বলেন, তার সন্ধানের দাবিতে বুধবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) আয়োজনে বিক্ষোভ সমাবেশ করা হবে।

এ কর্মসূচির উদ্যোক্তাদের একজন সাংবাদিক রাজীব আহমদ বলছেন, আজ উৎপলের ২৯তম জন্মদিন। ওকে কেউ ধরে নেবে বা তুলে নেবে এমন ধারণাও করতে পারিনা। কিন্তু গত বিশ দিনেও তার সন্ধান না পেয়ে আমরা উদ্বিগ্ন।

তিনি বলেন, আমরা বিশ্বাস করতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উৎপলকে ফিরিয়ে আনতে পারবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ