শিক্ষকদের বৈঠকে ছাত্রলীগের ডিম

islamiacollegeরিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ চট্টগ্রামের ইসলামিয়া কলেজে ছাত্রলীগের ছোড়া ডিম ও ঢিলের আঘাতে দুই কলেজ শিক্ষিকা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

কলেজের অধ্যক্ষ রেজাউল কবির জানান, রোববার কলেজের শিক্ষক পর্ষদের বৈঠক চলাকালে ‘ছাত্রলীগ নামধারী কয়েকজন বহিরাগত’ এসে পাথর, ডিমসহ বিভিন্ন জিনিসপত্র ছুঁড়ে মারে।

“পাথরের আঘাতে কলেজের রসায়ন বিভাগের শিক্ষক দেলোয়ারা বেগমের মাথা ফেটে যায় এবং ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক রাশেদা বেগমের মাথায় আঘাত লাগে।”

কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গত কয়েক মাস ধরে ‘ছাত্র সংগ্রাম পরিষদের’ ব্যনারে ১১ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে কলেজের শিক্ষার্থীরা। কলেজ অধ্যক্ষকে একাধিকবার কলেজে প্রবেশে বাধাও দেয়া হয়েছে।

অধ্যক্ষ রেজাউল কবিরের অভিযোগ, ‘ভর্তি বাণিজ্য’ করতে না দেয়ায় ‘ছাত্রলীগ নামধারী’ সাবেক শিক্ষার্থীরাই এ আন্দোলন করছে।

এই আন্দোলনের মধ্যেই পাঁচ বছর আগে গঠিত কলেজ ছাত্র সংসদ বিলুপ্ত ঘোষণা করেন অধ্যক্ষ।

অবশ্য ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক রোমেল বড়–য়া রাহুলের দাবি, আন্দোলনকারীরা সবাই কলেজের নিয়মিত শিক্ষার্থী।

রোববারের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “আন্দোলনকারী শিক্ষার্থীরা কলেজের নয় বলে কলেজ অধ্যক্ষ বিভিন্ন জায়গায় বিবৃতি দিয়ে আসছিলেন। তিনি রোববার কলেজে এলে শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানায়।”

রোমেল দাবি করেন, এবার এইচএসসির বাংলা পরীক্ষায় কমার্স কলেজ কেন্দ্রে ইসলামিয়া কলেজের পরীক্ষার্থীদের সময় কম দেয়া হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীরা আন্দোলনও করেছে। কিন্তু কলেজ অধ্যক্ষ বিষয়টি নিয়ে কোনো ধরনের পদক্ষেপ নেননি। এ কারণে অনেক শিক্ষার্থী এ বছর এইচএসসি পরীক্ষায় ফেল করেছে।

“তাই অধ্যক্ষ কলেজে এলে ফেল করা শিক্ষার্থীরা তার দিকে ডিম ছুড়ে মারে।”

এতে কোনো শিক্ষক আহত হননি বলেও দাবি করেন রোমেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ