বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের

Usadআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আল-কায়েদা ও এর সহযোগীদের হামলার আশঙ্কার কথা জানিয়ে বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্য ও বিভিন্ন মুসলিম দেশে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের ওপর আল-কায়েদার হামলা পরিকল্পনার গোয়েন্দা তথ্য রয়েছে।

আগামী ৩১ অগাস্ট পর্যন্ত এ ভ্রমণ সতর্কতা থাকবে। এ সময়ের মধ্যে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে পররাষ্ট্র দপ্তর।

এর আগে নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে রোববার বাংলাদেশসহ কয়েকটি মুসলিম দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যারি হার্ফ বিবিসিকে বলেন, রোববার ৪ অগাস্ট যেসব দূতাবাস ও কনস্যুলেট সাধারণভাবে খোলা থাকার কথা ছিল, সেগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, মধ্যপ্রাচ্য ও বিভিন্ন মুসলিম দেশে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের ওপর আল-কায়েদার হামলা পরিকল্পনার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দূতাবাস বন্ধ এবং ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে।

রোববার বাংলাদেশ ছাড়াও মিশর, তুরস্ক, আলজেরিয়া, বাহরাইন, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লিবিয়া, ওমান, কাতার, সৌদি আরব, ইয়েমেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ থাকছে।

দূতাবাসের নির্দেশনা অনুযায়ী এসব দেশের আমেরিকান রিক্রিয়েশন অ্যাসোসিয়েশনও শনিবার মধ্যরাত থেকে সোমবার প্রথম প্রহর পর্যন্ত বন্ধ থাকবে বলে সংগঠনের এক ই-মেইল বার্তায় সদস্যদের জানানো হয়।

এমনিতে মুসলিম বিশ্বে রোববার একটি কর্মদিবস হিসেবে গণ্য হয়। বিশ্বের অন্যান্য দেশে রোববার যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো বন্ধ থাকে।

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার তাদের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানালেও এর কোনো কারণ উল্লেখ করা হয়নি।

২০১২ সালের ১১ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা হলে রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ চার জন মার্কিনি নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ