যুক্তরাষ্ট্রে ঢোকার সময় ৯ বাংলাদেশি আটক

Mexicotruckপ্রবাসী ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকালে নয় বাংলাদেশিসহ ৯৪ জনকে আটক করেছে মেক্সিকো পুলিশ। বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগের দিন ভোর রাতে মেক্সিকোর চিয়াপাস স্টেটের রাজধানী তুসলা গুটিরেজের নিকটবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।

মেক্সিকোর কর্মকর্তারা জানান, একটি ট্রাকে গাদাগাদি করে তারা যুক্তরাষ্ট্র সীমান্তের দিকে যাচ্ছিলেন।

আটকদের মধ্যে বাংলাদেশিরা ছাড়া নেপালের ১০ জন নাগরিক রয়েছেন। বাকিরা গুয়েতেমালা, এল সালভাদর ও হন্ডুরাসের নাগরিক।

মেক্সিকোর আইন কর্মকর্তারা জানান, অবৈধ অভিবাসীদের নিয়ে গুয়েতেমালার হুয়েহুটেনানগো থেকে ট্রাকটি যাত্রা করে। মঙ্গলবার ভোররাতে তুসলা গুইটিরেজের কাছাকাছি একটি তল্লাসি চৌকিতে তাদের আটক করা হয়।এরা সবাই অমানবিক পরিবেশে ট্রাকে করে যুক্তরাষ্ট্রে প্রবেশের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউট জানিয়েছে, তাদের অনেকের হাত ও পায়ে জখম রয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ট্রাকচালককেও আটক করা হয়েছে। তিনি মেক্সিকোর মধ্যাঞ্চলের অধিবাসী। তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ আনা হয়েছে।

চিয়াইপাস প্রসিকিউটরের দপ্তরের মুখপাত্র হেক্টর ফ্লোরেস বলেন, “তারা অনেক পথ পাড়ি দিয়েছে এবং তারা চুরি করে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করছিলেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ