বন্ধ হলো বিদেশী চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকা: বেশ কিছুদিন ধরে বিদেশী চ্যানেলগুলোতে প্রচারিত বাংলাদেশী বিজ্ঞাপন বন্ধের জন্য প্রতিবাদ করে আসছিলো টেলিভিশন মালিকরা। অবশেষে বন্ধ করা হলো বিদেশী চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন।

বিদেশী চ্যানেলে কোনো দেশীয় পণ্যের বিজ্ঞাপন আর প্রচার হবে না। এমনটাই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া ইউনিটির উপদেষ্টা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চেয়ারম্যান সালমান এফ রহমান।

আজ শনিবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে মিডিয়া ইউনিটির সংহতি সমাবেশে এমন কথা জানান তিনি। সালমান এফ রহমান বলেন, বিদেশী চ্যানেলে দেশীয় পন্যের বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

গতকাল এক সিদ্ধান্তের মাধ্যমে আজ বেলা ১১টা ১মিনিট থেকে সব দেশীয় পণ্যের বিজ্ঞাপন বিদেশী চ্যানেলগুলোতে প্রচার বন্ধ হয়ে গেছে। মিডিয়া ইউনিটির এতদিনের আন্দোলন সফল হয়েছে। সে সঙ্গে আন্দোলন ও সংহতি সমাবেশকে কেন্দ্র করে এরমধ্যে যেসব বিতর্ক এবং ভুল বোঝাবুঝি হয়েছে সেটারও সমাধান হয়েছে।

এদিকে মিডিয়া ইউনিটির তিন দফা সমাবেশের পর আজ চতুর্থ সমাবেশের মধ্য দিয়ে সব ধরণের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

এ ব্যাপারে সংগঠনটির আহবায়ক মোজাম্মেল হক বাবু বলেন, মিডিয়া ইউনিটির কয়েক দফা দাবির মধ্যে একটি পূরণ হয়েছে। আমাদের আন্দোলনও সফল হয়েছে। তাই আজ থেকে এ সংগঠনটির সব কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ