রিটা’র সোনা জয় কেবল সময়ের ব্যাপার মাত্র

স্পোর্টস ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকাঃ এবারের অলিম্পিকে রিদমিক জিমন্যাস্টিকসে নিজের চার ইভেন্ট হুপে ১৮.৮৩৩, বলে ১৯.০০০, ক্লাবে ১৭.৫০০ ও রিবনে ১৯.০৫০; সব মিলিয়ে একক অলরাউন্ডে মোট ৭৪.৩৮৩ পয়েন্ট পেয়ে শীর্ষে থেকে হিট শেষ করেছেন। এগোনোর ধরন দেখে মনে হচ্ছে সোনা জয় কেবল সময়ের ব্যাপার মাত্র !

রিদমিক জিমন্যাস্টিকসে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা মার্গারিটা মামুনকে রাশিয়ানই বলতে হবে। বাবা আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশি হলেও তার মেয়ের জন্ম ও বেড়ে ওঠা মস্কোতে। সেকারণে রাশিয়ান অ্যাথলেট হিসেবেই বিশ্বব্যাপী সমাদৃত মারগারিটা। আলো ছড়াচ্ছেন রিও অলিম্পিকেও।

আদর করে তাকে ডাকা হয় ‘দ্য বেঙ্গল টাইগার’। ডাক নাম রিটা। এই বাংলাদেশি কন্যাই এখন কাঁপাচ্ছেন অলিম্পিক! রিওতে সোনা জয়ের দারুণ সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে এখন ২০ বছরের তরুণী। অল-অ্যারাউন্ড ব্যক্তিগত ইভেন্টে ২৬ জিমন্যাস্টের মধ্যে প্রথম জায়গাটি মার্গারিটারই।

স্বদেশি আয়ানা কুদ্রিয়াভসেMtPhxWK1o0sভা ট্রেনিং পার্টনার, খুব কাছের বন্ধু। তার সাথে বরাবরই তীব্র প্রতিযোগিতা হয় মার্গারিটার। ইয়ানা তিনবারের অল-অ্যারাউন্ড বিশ্ব চ্যাম্পিয়ন। বর্তমান চ্যাম্পিয়নও। কিন্তু বর্তমান বিশ্বে বাংলার মেয়ে মার্গারিটাকেই ধরা হয় সেরা। সেটা তিনি রিওতেও প্রমাণ করে চলেছেন। প্রাথমিক বাছাইয়ে তাকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়ে এক নম্বর হিসেবেই ফাইনালে গেছেন মার্গারিটা। ১৮ বছরের ইয়ানাকে আগে দুইবার হারানোর ইতিহাস আছে মার্গারিটার। এখন ফাইনালের লড়াইয়ের অপেক্ষা। এই ইভেন্টে চারটি রুটিন। বল, হুপ, রিবন ও ক্লাব অ্যাপারাটাস ব্যবহার করতে হয়। বাছাই থেকে ১০ জন গেছেন ফাইনালে। মার্গারিটার মোট পয়েন্ট সেখানে ৭৪.৩৮৩, ইয়ানার ৭৩.৯৯৮। তৃতীয় স্থানে থাকা ইউক্রেনের গানা রিজাতদিনোভার ৭৩.৯৩২।

মার্গারিটা সম্পর্কে আরেকটু জেনে নিন। জুনিয়র হিসেবে বাংলাদেশে এসে এই দেশের প্রতিনিধিত্ব করেছেন অল্প সময়। তারপর রাশিয়কেই বেছে নিয়েছেন সিনিয়র পর্যায়ে বিশ্বে লড়তে। ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার মার্গারিটা মস্কোর মেয়ে। বাবার সূত্রে বাংলাদেশী। বাবা আব্দুল্লা আল মামুন মেরিন ইঞ্জিনিয়ার। আর মা রুশ। মার্গারিটার মা আনাও রাশিয়ার সাবেক রিদমিক জিমন্যাস্ট। মায়ের পথে হেঁটেই বিশ্বে রাশিয়াকে তুলে ধরছেন মার্গারিটা। XvIFDb7jpOoএখন অলিম্পিক শ্রেষ্ঠত্বের পথেও। এমন মেয়েকে নিয়ে বাংলাদেশেরও নিশ্চয় গর্ব হওয়ার কারণ আছে।

দুইবারের (২০১৪, ২০১৫) বিশ্ব অল-অ্যারাউন্ডে রুপা জেতেছেন মার্গারিটা। ২০১৫ ও ২০১৬ এর ইউরোপিয়ান গেমসে জিতেছেন অল-অ্যারাউন্ড রুপা। মার্গারিটা তিনবারের (২০১৩, ২০১৪, ২০১৫) গ্রাঁ প্রি ফাইনাল অল-অ্যারাউন্ড চ্যাম্পিয়ন। তিনবারের (২০১১-২০১৩) রাশিয়ান অল-অ্যারাউন্ড জাতীয় চ্যাম্পিয়ন। ২০ পয়েন্ট সিস্টেমে অল-অ্যারাউন্ড টোটাল ৭৭.১৫০ এর বর্তমান বিশ্ব রেকর্ডের মালিক মার্গারিটা। গত মাসেই বাকু বিশ্বকাপে এই কীর্তি তার। হারিয়েছিলেন ইয়ানাকেই। আরো বড় কিছুর অপেক্ষায় এখন মার্গারিটা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ