সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস ইংল্যান্ড দলকে

ক্রিয়া ডেস্ক, এবিসিনউজবিডি,

ঢাকা : পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। তার আগে এখানকার সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করতে তিন দিনের সফরে ইংল্যান্ড ক্রিকেট দলের তিন সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দল ।

১৭ আগস্ট (বুধবার) ঢাকায় এসেছে নিরাপত্তা দলের তিন সদস্য। তারা হল, ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা প্রধান রেগ ডিকসন, ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটারদের সংগঠন পিসিএর প্রধান নির্বাহী ডেভিড লেদারডেইল ও ইসিসির ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক জন কার।

ঢাকায় পৌঁছানোর পর তাদের নিয়ে যাওয়া হয় হোটেল রেডিসনে। তিনদিনের ঢাকা সফরে সেখানেই থাকবেন তারা। জানা গেছে দুপুরে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে মৌখিক অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন নিরাপত্তা প্রতিনিধি দলের সদস্যরা।

বিকেলে তারা আমেরিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠকে বসেছেন। আগামীকাল (বৃহস্পতিবার) মন্ত্রণালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, র‍্যাব মহাপরিচালকের সঙ্গে আলাদা আলাদা বৈঠকে বসবেন তারা। গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের পর সর্বশেষ বিসিবির নিরাপত্তা প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করবেন তারা।

এদিকে নিজেদের পরিকল্পনার পাশাপাশি নিরাপত্তা প্রতিনিধি দলের চাহিদাও পূরণ করা হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

নিজামউদ্দিন বলেছেন, ‘ইংল্যান্ড যদি বাড়তি কিছু চায়, সেক্ষেত্রে আমরা সেই চাহিদাও পূরণের চেষ্টা করব’। সরকারের পক্ষ থেকেও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চয়তা দেয়া হয়েছে।

আমরা তাদের যেকোনো চাহিদাই পূরণ করতে সক্ষম। সাম্প্রতিক সময়ে তিনটি বড় ঘটনায় বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাইরের গণমাধ্যমগুলো।

বিভিন্ন দেশ থেকেও বাংলাদেশ সফরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এ অবস্থায় ইংল্যান্ড দল যদি বাংলাদেশ সফরে না আসে তাহলে এটি বাংলাদেশের জন্য বড় ‘ধাক্কা’। এজন্য সরকারের পক্ষ থেকেও নিরাপত্তা দলকে সন্তুষ্ট করার চেষ্টা চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ