অস্ত্রোপচার সফল, সুস্থ মুস্তাফিজ

ক্রিয়া ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকাঃ  মুস্তাফিজুর রহমানের বাঁ কাঁধের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচার শেষে এখন সুস্থ মুস্তাফিজুর রহমান।

১১ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৩টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৪০) অস্ত্রোপচার শুরু হয়। এর আগে স্থানীয় সময় বেলা ২টায় অস্ত্রোপচার শুরু হওয়ার কথা ছিলো। তবে অস্ত্রোপচারে সময় লেগেছে ৫০ মিনিটের মতো। অস্ত্রোপচারের পর ২ ঘণ্টা অস্ত্রোপচার কক্ষেই রাখা হয় মুস্তাফিজকে। এরপর নিয়ে যাওয়া হয় বেডে।

এ রাতটা হাসপাতালেই থাকবেন বাংলাদেশ দলের বাঁহাতি এ পেসার। এদিকে অস্ত্রোপচারের পর ভালো আছেন মুস্তাফিজ। কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালের শল্যবিদ এন্ড্রু ওয়ালেস সফলভাবেই শেষ করেছেন মুস্তাফিজুর রহমানের বাঁ কাঁধের অস্ত্রোপচার।

এ ধরনের অস্ত্রোপচারের পর খেলায় ফিরতে সাধারণত ৫-৬ মাস লেগে যায়। তবে অস্ত্রোপচারের আগে এন্ড্রু ওয়ালেস জানিয়েছেন, মুস্তাফিজ নেটে ফিরতে পারবেন ১২ সপ্তাহের মধ্যে। বর্তমানে লন্ডনে অবস্থানরত বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরীরও আশা, ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন মুস্তাফিজ। মাঠে ফিরতে পারবেন আগের মতোই দুর্বোধ্য বোলিং নিয়ে। অস্ত্রোপচারের সময় অস্ত্রোপচার কক্ষে ছিলেন তিনিও। ‘টেলিস্কোপ সার্জারি’ নামে পরিচিত এ ধরনের অস্ত্রোপচারে কাটাকাটি তেমন করতে হয় না। কাঁধ ও বাহুর সংযোগস্থলের সামনে ও পেছনে দুটি ছিদ্র করেই সারা হয় চোট সারানোর কাজ। অস্ত্রোপচার লন্ডনে হলেও চোটের সাথে লড়াইয়ে মুস্তাফিজ পাশে পাচ্ছেন গোটা বাংলাদেশকেই।

অপরদিকে অস্ত্রোপচারের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিসিবি সভাপতি নাজমুল হাসানকে ফোন করে মুস্তাফিজের খবর নেন। বাংলাদেশের এ তরুণ বিস্ময়-পেসারের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

মুস্তাফিজকে সাহস জোগাতে বিসিবি সভাপতি সকাল থেকেই ছিলেন বুপা ক্রমওয়েল হাসপাতালে। সাংবাদিকদের তিনি বলেন, বিসিবির কাছে প্রত্যেক খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ। এর আগে সাকিব-তামিমদেরও অস্ত্রোপচার হয়েছে। তবে মুস্তাফিজ অনেক ছোট, অল্প কিছুদিন হয়েছে জাতীয় দলে খেলছে, তাই ওকে সাহস দেয়ার জন্য এসেছি। ও আমাকে বলেছে, এমনিতে ভয় লাগে না, তবে সুই নাকি একটু ভয় পায়। হাসপাতালে আসেন বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার খন্দকার এম তালহাসহ আরও অনেক প্রবাসী বাংলাদেশি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ