বুলুসহ বিএনপির ৫৯ জনের বিরুদ্ধে পরোয়ানা

সাইফুর রহমান, প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা: বিস্ফোরক আইনে মতিঝিল থানায় দায়ের হওয়া মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু ও হাবিব উন নবী খান সোহেলসহ ৫৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
 
২৭ জুলাই (বুধবার) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন তাদের পলাতক দেখিয়ে এ গ্রেফতারি পরয়ানা জারি করেন।
 
ওই আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমাল পাল জানান, এদিন মামলাটির ৮৭ আসামির বিরুদ্ধে চার্জশিট আমলে গ্রহণের দিন ধার্য ছিলো। উক্ত আসামিদের মধ্যে ৫৯ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন মহানগর দায়রা আদালত।
 
অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন-বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, বিএনপি নেতা শিরিন সুলতানা, কাইয়ুম কমিশনার, সুলতান সালাউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল প্রমুখ।
 
উল্লেখ, ২০১৫ সালের জানুয়ারিতে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে বিস্ফোরক আইনে এ মামলাটি দায়ের করে মতিঝিল থানা পুলিশ। ২০১৬ সালের প্রথম দিকে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জসিট) দাখিল করা হয়।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ