নিহত জঙ্গিদের ছবি প্রকাশ, পরিচয় জানানোর আহ্বান

 

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা: আজ মঙ্গলবার সকালে যৌথ বাহিনির ‘স্ট্রোম টুয়েন্টি সিক্স’ অভিযানে রাজধানীর কল্যাণপুরে নিহত নয় জঙ্গির ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে তাদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা জানাতে আহ্বান জানানো হয়েছে।

২৬ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএমপির ফেসবুক পেজে এসব ছবি প্রকাশ করা হয়।

ডিএমপির ফেসবুক পেজে বলা হয়েছে, ”ছবিতে প্রদর্শিত আজ ২৬-৭-২০১৬ তারিখে রাজধানীর কল্যাণপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে গুলি বিনিময়কালে নিহত জঙ্গি/সন্ত্রাসীদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা জানা থাকলে এই পেজের ইনবক্সে প্রদান করুন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে আপনার সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।”

পুলিশ জানায়, আজ ভোরে কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অপারেশন টোয়েন্টি সিক্স পরিচালনা করে যৌথ বাহিনী। এতে নয় জঙ্গি নিহত হয়। রাকিবুল হাসান রিগ্যান নামের এক জঙ্গি আহত হয়। তাকে আটক করা হয়েছে।

আটক জঙ্গি রাকিবুল হাসানের কাছ থেকে আটজনের নাম জেনেছে পুলিশ। তারা হলো- রবিন, ইমরান, অভি, আতিক, সোহান, ইকবাল, সাব্বির ও তাপস। আরেকজনের নাম জানা যায়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ