মুস্তাফিজের প্রশংসা জাতীয় সংসদেও

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা: এবার সংসদ অধিবেশনেও প্রশংসায় ভাসলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

২৪ জুলাই (রোববার) জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে সম্পূরক প্রশ্নে মুস্তাফিজকে নিয়ে আলোচনার সূত্রপাত ঘটান সরকার দলীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্গজ দেবনাথ। তিনি বিশ্ব ক্রিকেট মঞ্চে মুস্তাফিজের পারফরম্যান্সের প্রশংসা করেন।

এরপর সংসদ সদস্যের বক্তব্যের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, ‘মুস্তাফিজ আমাদের গর্ব’। দেশের গর্ব। এর আগে আমরা জাতির সামনে ও আন্তর্জাতিকভাবে এরকম প্রতিভা উপস্থাপন করতে পারিনি।

কিন্তু প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় মুস্তাফিজের মতো প্রতিভা অন্বেষণ করে নিয়ে এসেছি। তাই সে দেশের মুখ উজ্জ্বল করেছে।

প্রসঙ্গত, কাঁধে হালকা চোটের জন্য রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে গ্লস্টারশায়ারের বিপক্ষে সাসেক্সের হয়ে খেলতে নামেন নি মুস্তাফিজ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ