শাবান সভাপতি সোহেল সম্পাদক নির্বাচিত

মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নির্বাচনে শাবান মাহমুদ সভাপতি ও সোহেল হায়দার চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে শাবান মাহমুদ পেয়েছেন ৮৫৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী কুদ্দুস আফ্রাদ পেয়েছেন ৬৬৭ ভোট। সাধারণ সম্পাদক পদে সোহেল হায়দার চৌধুরী পেয়েছেন ৫৩৪ ভোট। তার নিকটতম প্রার্থী সাজ্জাদ আলম খান তপু পেয়েছেন ৪৪৮ ভোট।

জাতীয় প্রেস ক্লাবে (২০ ফেব্রুয়ারি) শনিবার রাত সোয়া ৯টায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান এ ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীসহ পাঁচটি প্যানেলে মোট ৮৬ জন প্রতিদ্বন্ধীতা করেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান চৌধুরী। তিনি পেয়েছেন ৭৫৩ ভোট। তার নিকটতম প্রার্থী মো. মফিজুল ইসলাম পেয়েছেন ৪২৫ ভোট।

যুগ্ম সাধারণ পদে বিজয়ী শাহানা শিউলি, সাংগঠনিক সম্পাদক পদে শাহজাহান মিয়া, প্রচার সম্পাদক পদে আখতার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মো. মফিজুর রহমান খান বাবু, জনকল্যাণ সম্পাদক পদে উম্মুল ওয়ারা সুইটি, দফতর সম্পাদক পদে মনিরুজ্জামান উজ্জ্বল নির্বাচিত হয়েছেন।

এছাড়া ৯টি কাযনির্বাহী পদে নির্বাচিত হয়েছেন, শামীমা আখতার, এ এম শাহজাহান মিয়া, মর্তুজা হায়দার লিটন, সলিমুল্লাহ সেলিম, জান্নাতুল ফেরদৌস চৌধুরী, দুলাল খান, সোহেলী চৌধুরী, দেবাশীষ রায় ও মঞ্জুশ্রী বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ