ভারতের বিপক্ষে বাংলাদেশই ফেবারিট বলছেন সৌম্য

স্পোর্টস রিপোর্টার, এবিসি নিউজ বিডি,
ঢাকা : পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে পরিষ্কার ফেবারিট বললেও ভারতের বিপক্ষে সেটা বলেননি। নানা দিক বিশ্লেষণ করে আসন্ন সিরিজে ভারতকেই এগিয়ে রেখেছেন সাকিব আল হাসান। নতুন যুগের নতুন প্রতিনিধি সৌম্য সরকার অবশ্য তা মনে করেন না। সাম্প্রতিক সময়ে নিজেদের পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে আসন্ন সিরিজে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন ২২ বছর বয়সী এ ক্রিকেটার।
১০ ওয়ানডে খেলা সৌম্য শুরু থেকেই আলো ছড়াচ্ছেন। প্রায় ৪০ গড়ে রান করেছেন ৩৫৯। সেঞ্চুরি পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে। টেস্ট ক্যারিয়ার এখনো উজ্জ্বল না হলেও সর্বশেষ বিসিএলের শেষ পর্বে সেঞ্চুরি হাঁকিয়ে সৌম্যের আত্মবিশ্বাস বেশ টনটনেই। শুধু নিজের নয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফরম্যান্সটা দারুণ বলেই সৌম্য মনে করেন ভারতের বিপক্ষে ফেবারিট বাংলাদেশই। তিনি লেন, ‘আমার কাছে মনে হয় আমরাই ফেবারিট।

bcb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ