জানাজায় নিজামী-সাঈদীকে চায় না ১৪ দল

14 dol ১৪ দলসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে দিয়ে গোলাম আযমের জানাজা পড়ানোর বিপক্ষে ১৪ দল।
আজ শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জোটের এক বৈঠক শেষে এ কথা জানান ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বলতে পারি, কারাবন্দী কারও মৃত্যু হলে সাধারণত তাঁর নিকট ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন জানাজার নামাজ পড়ান। তারা তো সে রকম কেউ না। তাই এ দাবির কোনো যৌক্তিকতা নেই।’
গোলাম আযমের কবর এ দেশে না দেওয়ার দাবি ওঠা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম কোনো মন্তব্য করেননি।
লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার দাবিতে ২৬ অক্টোবর সম্মিলিত ইসলামী দলসমূহের হরতাল ঘোষণার কোনো যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা ও আওয়ামী লীগের সর্বোচ্চ ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য থেকে বাদ দেওয়া হয়েছে। আজ দলের কার্যনির্বাহী সংসদ থেকে চূড়ান্ত বহিষ্কারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার পরও কেন এ হরতাল দেওয়া হয়েছে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ, এরা নৈরাজ্য সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নিতে হবে।’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজিরা এড়াতে ওই ইসলামী দলসমূহকে দিয়ে হরতাল ডেকেছেন বলেও দাবি করেন ১৪ দলের মুখপাত্র।
‘প্রধানমন্ত্রী দেশের বাইরে গিয়ে কেবল ফটোসেশন করেন’ খালেদা জিয়ার এমন মন্তব্যের কঠোর সমালোচনা করেন নাসিম। তিনি বলেন, ‘খালেদা জিয়া হতাশার এমন জায়গা চলে গেছেন যে কখন কী বলছেন, সেটা বুঝতে পারছেন না। তিনি আমাদের কাছে রাজনৈতিকভাবে পরাজিত হয়েছেন। তাঁর এ ধরনের দৈন্য ও হীনম্মন্যতার জন্য আমার করুণা হয়। এ ধরনের মন্তব্য করে খালেদা জিয়া বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে অপমান করছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।
এর আগে ১৪ দলের এক সভায় আগামী ২৫ নভেম্বর সিলেটে ১৪ দলের সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ