শাহরুখের ৮ প্যাকের জাদুতে মাথায় হাত তরুণদের!

Sharuk Khan packবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ তার অধ্যাবসায়ের চর্চা হামেশাই খবরে এসেছে। চল্লিশ পেরিয়েও ‘দার্দে ডিস্কো’ গানে নিজের সিক্স প্যাক অবয়ব দেখিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। এবারতো ইন্ডাস্ট্রির কচি অভিনেতাদের রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছেন শাহরুখ। ৬ নয় এবার পেটের আট খাঁজ প্রদর্শনে শার্ট খুললেন বলিউডের বাদশা খান। ফারহা খানের আগামী ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’র জন্য রীতিমতো কসরত করে শাহরুখ এই চেহারা বানিয়েছেন। শাহরুখ ভক্তদের জন্য সুখবর, এবার ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে শার্ট খুলে নিজের শরীরের প্রদর্শন করবেন বাদশা। টুইটারে তার একটি ঝলক দেখিয়েছেন শাহরুখ। নিজের টুইটার অ্যাকাউন্টে প্রখ্যাত ফটোগ্রাফার ডাবু রত্নানির তোলা একটি ছবি পোস্ট করেছেন শাহরুখ। সূত্রের খবর অনুযায়ী, এই লুকটি পেতে নিজের প্রশিক্ষকের নজরদারিতে অত্যন্ত কঠোর কসরত করেছেন শাহরুখ। আগামী ২৪ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিটি। এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, বোমান ইরানি, সোনু সুদ, জ্যাকি শ্রফ ও ভিভান শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ