আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব

shakib bangladesh cricket সাকিব আল হাসানস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অবশেষে নিজের শাস্তি কমাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলতি সপ্তাহেই বিসিবিতে আপিল করবেন তিনি। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির এক কর্মকতা বিষয়টা নিশ্চিত করেন। বিসিবি থেকে শাস্তি কমানোর আশ্বাস পেয়েই সাকিব আপিলের সিদ্ধান্ত নেন বলে জানান তিনি। সাকিবের আপিলের বিষয়ে বিসিবি প্রভাবশালী কর্মকতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘আগামী কয়েক দিনের মধ্যেই সাকিব লিখিত ভাবে ক্ষমা চেয়ে বিসিবির কাছে আপিল করবেন।’ ঠিক কবে আপিল করবেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা বলা যাবে না। এ বিষয়টা সাকিব নিজেই সিদ্ধান্ত নিচ্ছে। তবে চলতি সপ্তাহের শুরুর দিকেই সাকিব আপিল করবেন।’ শাস্তি কমলেও ঈদের পরই টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরতে পারছেন না এটা নিশ্চিত। তবে অক্টোবরে ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজে ফিরতে পারেন তিনি। এর আগে গত বুধবার ধানমণ্ডি বিসিবি সভাপতির কার্যালয়ে নাজমুল হাসান পাপনের সঙ্গে সাকিব আল হাসান দেখা করেন। এরপর সভাপতি পাপন বলেন, ‘সাকিব দেশের সেরা খেলোয়াড় তাই সে নিজের ভুলের জন্য অনুতপ্ত হলে শাস্তি কমতে পারে।’ বিসিবি সভাপতির কাছ থেকে শাস্তি কমানোর বিষয়ে আশ্বাস পেয়েই আপিলের সিদ্ধান্ত নেন সাকিব। উল্লেখ্য, গত ৭ জুলাই বিসিবির শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাকিব আল হাসানকে ছয় মাসের জন্য দেশের সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে বিসিবি। এছাড়া দেড় বছরের জন্য বিদেশের সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ