প্রাথমিক বিদ্যালয়-প্রধান শিক্ষক নিয়োগ চূড়ান্ত ফল। প্রাথমিকে প্রধান শিক্ষক হলেন ২০৪৯ জন

primaryসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৪৯ জন।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় প্রাইমখবরকে এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১২ অক্টোবর লিখিত পরীক্ষায় অংশে নেয়া এক লাখ ২৪ হাজার ৫১০ জন প্রার্থীর মধ্যে ৭ হাজার ২০৯ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন।
‘এদের মধ্য থেকে ৬ হাজার ৬১৬ জনকে মৌখিক পরীক্ষা নিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।’
নির্বাচিত প্রার্থীদের জেলাওয়ারী তালিকা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ফল জানা যাবে বলে জানান রবীন্দ্রনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ