ভারতে পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

Indian Flag ইন্ডিয়ান পতাকাআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দুই বোনকে ধর্ষণ করে লাশ গাছে ঝুঁলিয়ে রাখার রেশ কাটতে না কাটতে এবার ভারতের লখনৌর পুলিশ স্টেশনে এক নারীকে ধর্ষণের খবর পাওয়া গেছে। সোমবার মধ্য রাতে এ ঘটনা ঘটে। খবর টাইমস আব ইন্ডিয়া। খবরে বলা হয়, ওই ধর্ষিতার স্বামীকে ইতিহাস বিকৃতির দায়ে গত ২জুন সুমারপুর পুলিশ আটক করে। পরে সে জামিনে ছাড়া পায়। কিন্তু ৯ জুন ফের তাকে আটক করে সুমারপুর পুলিশ স্টেশনে আটকে রাখা হয়। এর পরিপ্রেক্ষিতে ওইদিন রাতে ওই নারী তার স্বামীকে ছাড়িতে আনতে সেখানে যান। এই সময় তিনি তার স্বামীকে ছেড়ে দিতে পুলিশকে অনুরোধ জানান। পরে পুলিশ অস্বীকৃতি জানালে তিনি তাদের সামনে তার স্বামীকে ছাড়িয়ে নিতে প্রতিজ্ঞা করে। এভাবে কথাকাটির একপর্যায়ে সুমারপুর পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর রাহুল পান্ডে ও কনস্টেবল দিনেশ কুমার তাকে ওই স্টেশনের একটি রুমের ভেতর আটকে রেখে ধর্ষণ করে। বিষয়টি নিশ্চিত করে সুমারপুর পুলিশ সুপার বিরেন্দ্র কুমার শেখর বলেন, এ ব্যাপারে মামলা করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ