ইন্টারনেটের ব্যয় কত হবে, প্রস্তাব করছেন ভোক্তারাই

ICT Movement Logoইন্টারনেটের ব্যয় কত হবে, প্রস্তাব করছেন ভোক্তারাই
বিটিআরসিতে আনুষ্ঠানিক আলোচনা বেলা ১২টায়
শাহবাগে উন্মুক্ত মূল্যহার নির্ধারণী সভা বিকেল ৩টায়
বিটিআরসি কার্যালয়ে লাগাতার গণঅবস্থান ১২ জুন

বিটিআরসিতে প্রস্তাবের জন্য গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের মূল্যহার নির্ধারণে সকলের কাছ থেকে প্রস্তাব গ্রহণ করেছে তথ্যপ্রযুক্তি আন্দোলন। তথ্যপ্রযুক্তি আন্দোলনের ফেসবুক পেইজ http://fb.com/ICTmovement ও ইভেন্টের মাধ্যমে সকলের কাছ থেকে প্রস্তাব নেয়া হচ্ছে। এ বিষয়ে ‘উন্মুক্ত মূল্যহার নির্ধারণী সভা’ আগামীকাল ০৫ জুন ২০১৩ খৃস্টাব্দ বুধবার বিকেল ৩টায় শাহবাগ চত্বরে অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত হয়ে যে কেউ ইন্টারনেট গ্রাহক ও সর্বস্তরের নাগরিক গ্রাহক পর্যায়ের ইন্টারনেটের মূল্যহার প্রস্তাব করতে পারবেন। গ্রাহকগণ ১ মেগাবাইট কত পয়সায় ১ গিগাবাইট কত টাকায় চান- তা জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গঃ সম্প্রতি প্রতি মেগাবাইট ০.১০ পয়সা এবং প্রতি গিগাবাইট ১০.০০ টাকা দাবি করে আন্দোলন শুরু হলে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়। এ প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি আন্দোলন বিটিআরসিতে প্রস্তাবের জন্য সকলের কাছে মতামত আহ্বান করলো।
তথ্যপ্রযুক্তি আন্দোলনের সমন্বয়ক জুলীয়াস চৌধুরী জানান, প্রাপ্ত সকলের মতামত বিশ্লেষন করে নির্ধারিত মূল্যহার ঘোষণার জন্য আগামী ৬ জুন বৃহস্পতিবার বিটিআরসিতে লিখিতভাবে জানানো হবে।
জুলীয়াস চৌধুরী জানান, বর্তমানে গ্রামীণফোনের পি৩ প্যাকেজে ১ গিগাবাইট ইন্টারনেট ব্যবহারের খরচ ৫০.০০ টাকার কম এবং টেলিটক থ্রিজি এফ৩ প্যাকেজে গ্রাহকের ১ গিগাবাইট ইন্টারনেট ব্যবহারের খরচ ৩৫.০০ টাকার কম। বর্তমানে আইএসপির জন্য প্রতি ১ সেকেন্ডে ১ এমবিপিএস হারে মাসের ব্যান্ডউইথের মূল্য ১ লাখ ২৭ হাজার টাকা থেকে কমিয়ে ৪ হাজার ৮০০ টাকা করা হয়েছে। বিটিআরসি থেকে ঘোষিত গ্রাহক পর্যায়ের নতুন মূল্যহারে অবশ্যই ওই অনুপাতে কমাতে হবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সিস্টিম অ্যান্ড সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মাওলা ভুইয়া আগামীকাল বুধবার বেলা ১২টায় তথ্যপ্রযুক্তি আন্দোলনের সমন্বয়ক জুলীয়াস চৌধুরীর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা করবেন। আজ মঙ্গলবার দুপুরে বিটিআরসি থেকে জুলীয়াস চৌধুরীকে ফোন করে আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে।
তথ্যপ্রযুক্তি আন্দোলন সাংবাদিক সম্মেলন করে ইন্টারনেট ব্যবহারের উপযুক্ত মূল্যহার নির্ধারণ করে দেয়ার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) ১২ জুন পর্যন্ত সময় বেধে দিয়েছে। এ সময়ের মধ্যে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের মূল্যহার বিটিআরসি কর্তৃক প্রতি মেগাবাইট ১০ পয়সা এবং প্রতি গিগাবাইট ১০ টাকা হারে এবং সর্বনিন্ম স্পিড নির্ধারণ করে দেয় না হলে আগামী ১২ জুন ২০১৩ খৃঃ বুধবার, বিকেল ৩টা থেকে বটিআরসি কার্যালয়ে লাগাতার গণঅবস্থানের প্রস্তুতি নিয়েছে তথ্যপ্রযুক্তি আন্দোলন।
ইতিমধ্যে বিশ কিছু সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠন তথ্যপ্রযুক্তি আন্দোলনের দাবির প্রতি সংহতি প্রকাশ করে আন্দোলনে অংশগ্রহণ করার প্রত্যয় ব্যাক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ