মেয়েরা মায়ের মতো, ছেলেরা বাবার মত !

Mother and Daughter Face To Faceলাইফস্টাইল ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিবাহিত জীবনে একটা মেয়ে বা একটা ছেলে কেমন স্বভাবের হবেন, তা বোঝা যাবে তাদের মা এবং বাবার দিকে তাকালে।

নতুন জরিপে দেখা গেছে, বিয়ের পর মেয়েরা তাদের মায়ের আর ছেলেরা বাবার স্বভাবগুলো অনুসরণ করে। বিশেষ করে নেতিবাচক স্বভাবগুলো।

ব্রিটিশদের দাম্পত্য জীবন নিয়ে এক জরিপের পর গবেষকরা এ দাবি করেন।

প্রায় দুই হাজার বিবাহিত নারী ও পুরুষ জরিপে অংশ নিয়েছেন।

জরিপে দেখা গেছে, স্বামীর সঙ্গে প্রতারণাকারী নারীরা অনেক ক্ষেত্রেই মায়ের পথ অনুসরণ করেছেন। সঙ্গীর সঙ্গে প্রতারণাকারী প্রতি ১০ জনের মধ্যে ৭ জন নারীই জানিয়েছেন, তাদের মা বাবার প্রতি বিশ্বস্ত ছিলেন না। এমন ৭৩ ভাগ নারী জানিয়েছেন, তাদের বাবার সঙ্গেও তাদের মা প্রতারণা করেছেন। আর ৫৪ ভাগ প্রতারক পুরুষ জানিয়েছেন, মায়ের প্রতি তাদের বাবা বিশ্বস্ত ছিলেন না। এছাড়া বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানো বেশির ভাগ পুরুষই তাদের বাবার পথ অনুসরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ