অল্পের জন্য রক্ষা পেলেন কেমার রোচ

Kemar Roach Car কেমার রোচ গাড়িস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঝড়ের বেগেই বল করেন কেমার রোচ। ওয়েস্ট ইন্ডিজের এই ফাস্ট বোলার গাড়িও চালান ঝড়ের মতই।

২৫ বছর বয়সী রোচ তার বিএমডব্লিউ সেডান নিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পড়ে যান। তার জন্মভূমি বারবাডোজে ঘটেছে এ ঘটনা। থ্রি ডব্লিউএস পার্ক থেকে মাত্র আধা মাইল দূরত্বে দুর্ঘটনাটি ঘটে। তার গাড়ির দুটি চাকাই ভেঙ্গে যায়।

কেমার রোচ ক্যারিবীয়দের হয়ে ২৩ টেস্টে ৮৫ উইকেট এবং ৬১ ওয়ানডেতে ৯৪ উইকেট নিয়েছেন। তবে গত একবছর থেকে ইনজুরির কারনে তিনি দলের বাইরে রয়েছেন। এই হতাশাতেই কিনা গাড়ি চালাচ্ছিলেন পুরো অনিয়ন্ত্রিত হয়ে।

রোচ মাথায় চোট পেলে তাকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, মারাত্মক কোন আঘাত তিনি পাননি।

এ ঘটনার কয়েক ঘন্টা পর তিনি টুইটারে লিখেন, ‘এই ঘটনার জন্য দু:খিত আমার বন্ধু, পরিবার এবং ভক্তদের কাছে। তবে আমি ভালো আছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ