বারডেমে চিকিৎসক ধর্মঘট, রোগীদের দুর্ভোগ

Birdem-General-Hospital বারডেম হাসপাতালসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চিকিত্সকদের কর্মবিরতিতে বারডেম হাসপাতালের বহির্বিভাগে আসা রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে। চিকিত্সকদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে রাজধানীর বারডেম হাসপাতালে কর্মবিরতি পালন করছেন চিকিত্সকরা। মঙ্গলবার বেলা ১১টা থেকে এই কর্মবিরতি শুরু হয়।

হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, সিরাজুল ইসলাম (৫৭) নামের এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ১৩ এপ্রিল রাতে কর্তব্যরত তিনজন চিকিত্সককে মারধর ও লাঞ্ছিত করে রোগীর স্বজনদের ৪০-৫০ জনের একটি দল। এতে গুরুতর আহত হন ডা. আনোয়ার হোসেন, ডা. কল্যাণ দেবনাথ ও শামীমা আক্তার । এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টা থেকে চিকিত্সকরা হাসপাতালে কর্মবিরতি পালন করছেন।

হামলাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এ কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, কর্মবিরতির কারণে হাসপাতালের বহির্বিভাগে চিকিত্সা নিতে আসা রোগীরা দুর্ভোগে পড়েছেন। চিকিত্সা না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন।

ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ-ই-মাহবুব জানান, ইনডোরে চিকিত্সাসেবা চলছে। বহির্বিভাগে বন্ধ রয়েছে। বহির্বিভাগে আসা রোগীদের অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ