আ.লীগ এগিয়ে আছে টাঙ্গাইল-৮ আসনে

Tangail 8 sub electionরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর)আসনের উপ-নির্বাচনে ১১৭টি কেন্দ্রের মধ্যে ১১৬ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী অনুপম শাহজাহান জয় নৌকা প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। ভোট পেয়েছেন ৭৩ হাজার ৫০৬। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মালেক হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন ৭১ হাজার ৩২০ ভোট। শনিবার বিকেল ৩টায় সখীপুর গেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত করায় বেসরকারিভাবে কাউকে নির্বাচনে বিজয়ী ঘোষণা করেননি রিটার্নিং কর্মকর্তা।

স্থগিত কেন্দ্রে ভোট সংখ্যা ২ হাজার ৭০১। নির্বাচন কমিশনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ কেন্দ্রের ভোটের দিন নির্ধারণ করা হবে বলে  জানিয়েছেন রিটার্নিং অফিসার সৈয়দ খুরশিদ আনোয়ার।

রিটানিং অফিসার জানান, দুই একটি ভোট কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর)আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া একটি কেন্দ্রে ভোট স্থগিত থাকায় কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ