সিলিন্ডার বিস্ফোরণে কামরাঙ্গীরচরে শিশুসহ দগ্ধ ৩

Dhaka Map ঢাকা মানচিত্রমনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর কামঙ্গীরচর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার সকালে পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় দগ্ধরা হলেন- আকলিমা বেগম (৫৫), তার মেয়ে জলি আক্তার (২৮) ও জলির ছেলে আলিফ। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা হাজী মোহাম্মদ সাহাবুদ্দিন জানান, দগ্ধ জলি আক্তার তার স্বামী সন্তানকে নিয়ে কামররাঙ্গীরচরের মজিবরের ঘাট এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত। শনিবার সকাল পৌনে ১১টার দিকে জলি আক্তার ও তার মা আকলিমা বেগম এলপি গ্যাসের চুলায় রান্না করছিলেন। এ সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তারা তিনজন গুরুতর দগ্ধ হন।

দগ্ধ জলি আক্তারের স্বামীর নাম রমজান আলী। তিনি পেশায় একজন এয়ারকন্ডিশন মেরামতকারী ও লালবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। এছাড়া আকলিমা বেগমের গ্রামের বাড়ি বিক্রমপুর জেলায়।

ঘটনার সত্যতা স্বীকার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল জানান, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। তবে শরীরের কতভাগ পুড়েছে তা আপাতত বলা সম্ভব হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ