দুদকের জিজ্ঞাসাবাদ শেষে : আদালতে মোশাররফ

khandokar musharaf hossainআদালত প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে ঢাকা  মুখ্য  মহানগর আদালত নেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় তাকে আদালতে নিয়ে যায় পুলিশ।

এর আগে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। দুদকের উপ-পরিচালক আহসান আলী তাকে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার আগে দুদকের এ কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে (সিএমএম) নেয়া হবে। আদালতের কাছে আমরা তার রিমান্ড চেয়ে আবেদন করবো।

প্রসঙ্গত, বুধবার রাত ১০টার দিকে দুদকের এ তদন্ত কর্মকর্তার নেতৃত্বে একটি দল খন্দকার মোশাররফকে গুলশান তার নিজ বাসা থেকে আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ