গাজীপুরে বিদ্যুৎ চুরির অভিযোগে জরিমানা ১৫ লাখ টাকা

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, গাজীপুরঃ গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে বিদ্যুৎ চুরির অভিযোগে আট আবাসিক গ্রাহককে ১৫ লাখ ৩০ হাজার ৬১০ টাকা জরিমানা করেছে। এ ঘটনায় আট গ্রাহকের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে ৮টি মামলা হয়েছে।

মঙ্গলবার গাজীপুর মহানগরের মালেকেরবাড়ি, নলজানি, শরিফপুর, ভোগড়া, পালেরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন ও গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) খালেদুল ইসলাম নেতৃত্ব দেন।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) খালেদুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় মিটার টেম্পারিং করে বিদ্যুৎ চুরির দায়ে মালেকেরবাড়ি এলাকার আব্দুর রশিদকে ২ লাখ ২৩ হাজার ৭১৩ টাকা, নলজানি গ্রামের সাহিদা রহমানকে ১ লাখ ১৭ হাজার ২৭ টাকা, একই এলাকার জয়নাল আবেদীনকে ১ লাখ ২২ হাজার ১০৭ টাকা, শরিফপুর গ্রামের হাজী সোলায়মানকে ৩ লাখ ৭৬ হাজার ১৩০টাকা, ভোগড়া এলাকার বুলু মিয়াকে ১ লাখ ৪২ হাজার ৪২৯ টাকা, একই এলাকার হামিদ মিয়াকে ১ লাখ ৫২ হাজার ৫৮৮ টাকা, পালেরপাড়া এলাকার বিল্লাল হোসেনকে  ১ লাখ ৭২ হাজার ৯১০ টাকা, একই এলাকার কামাল উদ্দিনকে ২ লাখ ২৩ হাজার ৭১৩ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রত্যেক গ্রাহকের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন জানান, জরিমানার মধ্যে ১লাখ ৬০ হাজার টাকা বিদ্যুৎ আইনে মোবাইলকোর্টের জরিমানা এবং বাকি ১৩লাখ ৭০ হাজার ৬১০ টাকা ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ইউনিটের জন্য জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ