চকলেটের প্রলোভনে বেলকুচিতে শিশু ধর্ষণ

baby rep shishu dhorshon শিশু ধর্ষণরিপোর্টার, এবিসি নিউজ বিডি, সিরাজগঞ্জঃ আন্তর্জাতিক নারী দিবসে চকলেটের প্রলোভন দেখিয়ে ৬ বছরের এক শিশু কন্যাকে জোড়পূর্বক ধর্ষন করেছে এক বখাটে যুবক।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার চালা উত্তর পাড়া গ্রামে।

শনিবার সকাল সাড়ে ১০টায় বেলকুচি উপজেলার চালা সাত রাস্তা এলাকার আনোয়ার হোসেনের বখাটে পুত্র আজমির হোসেন (১৮) এক পরিত্যাক্ত দোকান ঘরের ভিতরে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ৬ বছরে এক শিশু কন্যাকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এ সময় তার শিশু কন্যার চিৎকারে স্থানীয় এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে বখাটে যুবক পালিয়ে যায়। এ ব্যাপারে শিশু কন্যার মা বাদী হয়ে বেলকুচি থানায় একটি ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই সরকার জানান, এ ব্যাপারে শিশুর মা একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। অভিযোগটি যাচাই বাছাই করা হচ্ছে। যতটুকু জেনেছি মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। স্বাক্ষী প্রমাণের জন্য এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। সত্যতা প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ