প্যারোলে মুক্তির আবেদন করেছেন সালাহউদ্দিন কাদের চৌধুরী

saka choudhuri সাকা চৌধুরী সালাউদ্দিন কাদের salauddin kaderরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরী প্যারোলে মুক্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর মা রাশেদা হোসেন চৌধুরীর জানাজায় অংশ নেয়ার জন্য তিনি এ আবেদন করেছেন।

সোমবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথা জানিয়েছেন। তবে এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে তিনি জানিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও সাংসদ সাবের হোসেন চৌধুরীর মা রাশেদা হোসেন চৌধুরী গত শনিবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। তিনি সালাহউদ্দীন কাদের চৌধুরীর ফুপু। মঙ্গলবার তার জানাজায় অংশ নেয়ার জন্য প্যারোলে মুক্তির আবেদন করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ