নিখোঁজ মালয়েশিয়ান বিমান সাগরে বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নিখোঁজ মালয়েশিয়ান বিমানটি দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত হয়েছে। আজ শনিবার ভিয়েতনামের রাষ্ট্রীয় টেলিভিশনে এ খবর জানানো হয়।এতে করে ওই বিমানটির ২২৭ জন যাত্রী ও ১২ ক্রুর সবারই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশে যাত্রার পর বিমানটি নিখোঁজ হয়েছে।

বোয়িং ৭৭৭-২০০ সিরিজের বিমানটি স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত ২টা ৪০ মিনিটে নিখোঁজ হয়। এর আগে স্থানীয় সময় রাত ১২টা ৪১ মিনিটে এটি যাত্রা শুরু করে। শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে চীনের রাজধানীতে পৌঁছানোর কথা ছিলো।

মালয়েশিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানায়, এমএইচ ২৭০ নম্বরের ফ্লাইটটি সুবাং এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ২টা ৪০ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ