পুলিশ হেফাজতে কাশফিয়া

গাজীপুর, এবিসিনিউজবিডি: হাইকোর্টে উপস্থিত করার জন্য কাপাসিয়ার সাংসদ সিমিন হোসেন রিমির এপিএসের হাতে ধর্ষণের শিকার কাশফিয়া ( ছদ্মনাম) এখন কাপাসিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তবে থানা ক্যাম্পাসে তাকে দেখা যায় নি।

রাত ৯টা ৩৩মিনিটে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেলোয়ার হোসেন এবিসিনিউজবিডিকে বলেন, “সোমবার সকাল ১০টার মধ্যে ভিকটিমকে উচ্চ আদালতে হাজির করার জন্য পুলিশি হেফাজতে আনা হয়েছে।”

কিন্তু পুলিশ রাত ৯টার দিকে কাপাসিয়া থানার সেভ কাস্টডিতে (নিরাপত্তা হেফাজত) কাশফিয়াকে আনার কথা বললেও প্রকৃত অর্থে মেয়েটি থানা ক্যাম্পাসে নেই।

একটি গোপন সূত্র বলছে, কাশফিয়াকে অজ্ঞাত স্থান থেকে গোপনীয়তার সঙ্গে প্রথমে কাপাসিয়া উপজেলা ডাকবাংলোতে আনা হয়। সেখানে ক্ষমতাসীন দলের কিছু নেতা মেয়েটিকে নিয়ে একটি গোপন সভা করেন। তবে বৈঠকের কথা প্রকাশ করলে বাবা-মাকে মেরে ফেলা হবে বলে মেয়েটির শাসানো হয়।

সূত্র বলছে, নাটকীয়তার মাধ্যমে সৃষ্ট অপরাধ থেকে প্রকৃত অপরাধীরা বাঁচার জন্য মেয়েটিকে স্থায়ীভাবে ম্যানেজ করার চেষ্টা চলছে, যা সকাল পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ