সাকিব শতভাগ ফিট খেলবেন প্রথম ম্যাচ

মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২ অক্টোবর ২০২৩) : বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচের আগেই পায়ে ব্যথা পান বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। ফলে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটি খেলতে পারেননি তিনি। তার এই ব্যাথা পাওয়া নিয়ে দেশের সামাজিক যোগযোগ মাধ্যমে ক্রিকেট প্রেমিদের নানা রকম ট্রল করতে দেখা যায়। সে সময় খবর বেড়িয়েছিলো ‘সাকিব বিশ্বকাপের অনেক ম্যাচই খেলতে পারবেন না।

তবে বিশ্বকাপ শুরুর মাত্র দুদিন আগে স্বস্তির খবর দিলেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচেই না খেললেও সাকিব শতভাগ ঠিক আছেন বলে জানিয়েছেন তিনি। ফলে আফগানদের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন সাকিব আল হাসান।

ভারতে ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে ৫ অক্টোবর থেকে। বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ৭ অক্টোবর ধর্মশালায়।

গত ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের আগের দিন অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পান সাকিব। তার পা ফুলে যায় বলে জানানো যায়।
তবে শান্ত আশ্বস্ত করলেন, সাকিব এখন ঠিক আছেন এবং আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে তাকে মাঠে পাওয়া যাবে।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ