শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, কলম্বো, শ্রীলঙ্কা (৭ সেপ্টেম্বর ২০২৩) : পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচ শেষে ৭ সেপ্টেম্বর (বৃৃহস্পতিবার) শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে কলোম্বোয় পা রাখেন টাইগাররা। বিমান বন্দর থেকে সরাসরি টিম হোটেলে গেছে সাকিব আল হাসানের দল। সেখানেই আজ বিশ্রাম করে সময় কাটাবেন তারা। এরপর ৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে অনুশীলন করবে টাইগাররা।

বাংলাদেশের লক্ষ্য এখন শ্রীলঙ্কা ম্যাচে। ৯ সেপ্টেম্বর স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল। ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।

৬ সেপ্টেম্বর (বুধবার) সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে ৩৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। যেখানে সর্বোচ্চ ৬৪ রান এসেছে মুশফিকের ব্যাট থেকে। তাছাড়া হাফসেঞ্চুরি পেয়েছেন সাকিবও।

জবাবে ৩৯ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান এসেছে ইমামের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ২৪ রানে ১ উইকেট শিকার করে সেরা বোলার শরীফুল। ৭ উইকেটের বড় হারে ফাইনালের সমীকরণ কিছুটা হলেও কঠিন করে ফেলেছে বাংলাদেশ।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ