অবশেষে আইডিয়ালের পর্ষদ থেকে সেই মুশতাকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৬ আগষ্ট ২০২৩) : অবশেষে রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদ (দাতা সদস্য) থেকে পদত্যাগ করেছেন আলোচিত সদস্য খন্দকার মুশতাক আহমেদ। শিক্ষাপ্রতিষ্ঠানটির এক ছাত্রীকে ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে আলোচনার মধ্যেই তিনি পদত্যাগ করলেন।

জানতে চাইলে খন্দকার মুশতাক আহমেদ পদত্যাগের কথা স্বীকার করেন। তিনি বলেন, গতকাল ২৫ আগস্ট (শুক্রবার) তিনি পদত্যাগ করেছেন।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সূত্রে জানা গেছে, পরিচালনা পর্ষদের সভাপতির বরাবর লেখা পদত্যাগপত্রে তারিখ লেখা হয়েছে ২৪ আগস্ট।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে শিক্ষাপ্রতিষ্ঠানটির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদের বিরুদ্ধে ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এ নালিশি মামলা করেন ওই ছাত্রীর বাবা। ওই মামলায় কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীর বিরুদ্ধে অভিযুক্তকে সহায়তার অভিযোগ আনা হয়েছে। অধ্যক্ষও দুই সপ্তাহের ছুটিতে গেছেন। তাঁর স্থলে অধ্যক্ষের রুটিন দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ শিক্ষক মিজানুর রহমান।

বিষয়টি উচ্চ আদালতও গড়িয়েছে। ধর্ষণ মামলার আসামি খন্দকার মুশতাক আহমেদকে রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের কোনো ধরনের কর্মকা-ে জড়িত থাকার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। আদালত শর্ত দিয়েছেন, তিনি মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে যেতে পারবেন না।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ