মোটরযান আইন নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহবান

মোটরযান আইন নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছে সরকার।

১ সেপ্টেম্বর (রোববার) বিকেলে তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবরণীতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০১৯ এবং এর আওতায় বিভিন্ন অপরাধের শাস্তির বিধান উল্লেখ করে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার ও গুজব প্রচার করছে। প্রকৃতপক্ষে সড়ক পরিবহন সেক্টরে নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০১৯ নামে বাংলাদেশে কোন আইন নেই।

উল্লেখ্য, ২০১৮ সালে জাতীয় সংসদে পাস হওয়া সড়ক পরিবহন আইন২০১৮ কার্য়কর করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অংশীজনদের সাথে আলোচনা করে বিধিমালা প্রনয়নের কাজ করছে।

এতে আরো বলা হয়, নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০১৯ এবং অপরাধের শাস্তির বিধান বিষয়ক তথ্য সম্পূর্ণ অপপ্রচার এবং গুজব। এ অপপ্রচার এবং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে জনগনের প্রতি আহবান জানানো হয়েছে।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ