ভারত ও মিয়ানমার থেকে মাদক আসে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘আমাদের দেশ মাদক প্রস্তুত করে না। পার্শ্ববর্তী দেশ মিয়ানমার ও ভারত। এই দুই দেশ থেকে আমাদের দেশে মাদক আসে।’ তিনি বলেছেন, ‘আমরা মাদক নির্মূলের জন্য দুই দেশের সঙ্গেই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে প্রশাসনিক প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছি।’

রাজশাহী মহানগর পুলিশের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের শহীদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজমাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যখন যা বলছি, ভারত সরকার এবং বিএসএফ সঙ্গে সঙ্গে তাতে সাড়া দিচ্ছে। আমাদের সীমান্তের ওপারে যে ফেনসিডিলের কারখানা, তা বন্ধের প্রচেষ্টা নিয়েছে এবং সেখান থেকে যাতে মাদক না আসে, তারও প্রচেষ্টা তারা করছে। আমাদের অনুরোধে তারা এ উদ্যোগ নিয়েছে। আমরা মিয়ানমারের সঙ্গেও সেই প্রচেষ্টা অব্যাহত রাখছি।’
আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা ২০২১ এবং ২০৪১ সালের যে বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে অবশ্যই যুবসমাজকে মাদকমুক্ত করতে হবে। মাদকের ছোবল থেকে তাদের রক্ষা করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী-৫ আসনের সাংসদ আবদুল ওয়াদুদ, রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হক, রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন, সংরক্ষিত আসনের সাংসদ আখতার জাহান প্রমুখ। অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় চত্বর থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ