রাস্তায় পশু কোরবানি করা যাবে না: স্থানীয় সরকারমন্ত্রী

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আসন্ন ঈদুল আজহায় রাস্তায় পশু কোরবানি করা যাবে না। তবে বাড়ির আঙিনায় ব্যবস্থা থাকলে সেখানে করা যাবে।

আজ বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। ঈদুল আজহার কোরবানির পশু জবাই করা এবং দ্রুত বর্জ্য অপসারণের লক্ষ্যে সিটি করপোরেশনের কর্মপরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার সরকার সিটি করপোরেশন ও পৌরসভা ছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও নির্ধারিত স্থানে পশু কোরবানির উদ্যোগ নিয়েছে।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ