১১২০ কর্মকতাকে বিসিএস ক্যাডারে অর্ন্তভূক্তকরণের সুপারিশ

ppoসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক হাজার ১২০ জন কর্মকতাকে বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারে অর্ন্তভূক্তকরণের সুপারিশ করেছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি।

মঙ্গলবার মন্ত্রী পরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক হাজার ১২০ জন কর্মকতাকে বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারে অর্ন্তভূক্তকরণের সুপারিশ করা হয়েছে।
কর্মকর্তাদের মেডিকেল অফিসারসহ মেডিকেল সংক্রান্ত বিভিন্ন পদের বিসিএস (পরিবার পরিকল্পনা) অর্ন্তভূক্তকরণের সুপারিশ করা হয়।
সুপারিশের ফলে পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি অধিদপ্তরের শূন্য পদ পূরণের জন্য নতুন করে নিয়োগ দেয়া হবে।
অধিদপ্তরের নন ক্যাডার ও ক্যাডার চিকিৎসক রয়েছেন। তারাও এই সুবিধার আওতায় পড়বেন।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ