ভক্তদের মান রক্ষায় বিদায়ী ওয়ানডে খেলবেন শচিন

Sachin-Tendulkar-India-So-007

শচিন টেন্ডুলকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন গত বছর ডিসেম্বরে। কোটি শচিন ভক্তের একটা দুঃখ ছিল তাকে আনুষ্ঠানিক বিদায় জানাতে না পেরে। অনেকেই স্বপ্ন দেখতেন টেন্ডুলকারের বিদায়ী ম্যাচ দেখার জন্য।

তবে এবার তাদের সেই স্বপ্ন সত্য হতে চলেছে। ব্যাটিং ঈশ্বরের সম্মানে বিশেষভাবে আয়োজিত শেষ ওয়ানডে বা বিদায়ী ম্যাচে খেলবেন তিনি।

২০১২ সালের ২৩ ডিসেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে পাঠানো এক চিঠিতে টেন্ডুলকার ওয়ানডে ক্রিকেট থেকে বিদায়ের কথা জানালে পুরো ক্রিকেট বিশ্বই তখন বিস্মিত হয়েছিল।

এ ঘটনা কেবলমাত্র বিসিসিআইকেই নয়- টেন্ডুলকারের সতীর্থ খেলোয়াড়দেরও বিস্মিত করেছিল। সর্বোপরি তার এমন সিদ্ধান্তে তার কোটি কোটি ভক্ত সেদিন কষ্ট পেয়েছিল।

শচিন রমেশ টেন্ডুলকার (এসআরটি) ফ্যান ক্লাবের সভাপতি রাউল ভার্মা জানান, ‘আমাদের ঈশ্বর দুই দশকেরও বেশি সময় ধরে আমাদের জন্য অনেক কিছু করেছেন। ওয়ানডে ক্রিকেটে তার শেষ ম্যাচটি আমাদেরও প্রাপ্য। যাতে করে এযাবতকালে বিশ্বে কেউ দেখেনি এমন একটা বিদায়ী অনুষ্ঠান আমরা আয়োজন করতে পারি।’

ভার্মা আরও জানান, বিশ্বজুড়ে তাদের ক্লাবের সদস্য সংখ্যা ১০ মিলিয়নের বেশি। তাকে শেষ ওয়ানডে খেলার জন্য অনুরোধ জানিয়ে ক্লাবের সব সদস্য স্বাক্ষরিত একটি আবেদন বিসিসিআইর কাছে জমা দেয়া হয়েছে।

নাম প্রকাশ না করে বিসিসিআইর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা টেন্ডুলকার ভক্তদের কাছ থেকে একটি আবেদনপত্র পাওয়ার কথা স্বীকার করেছেন।

ওই কর্মকর্তা জানান, ‘ক্রিকেট ভক্তদের মনোভাবকে সব সময়ই সতর্কতার সঙ্গে বিবেচনা করে আসছে বিসিসিআই এবং কেবলমাত্র এক ম্যাচের জন্য তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে টেন্ডুলকারকে বলে আসছে।’

তিনি বলেন, নিজের ভক্তদের প্রতি সব সময়ই কৃতজ্ঞ ছিলেন শচিন। এ বিষয়ে চিন্তা করতে কিছু সময় দেয়ার পর ভক্তদের কথা বিবেচনা করে তিনি শেষ ওয়ানডে ম্যাচ খেলতে রাজি হয়েছেন।

এই বিশেষ ওয়ানডে খেলার জন্য বেশ কয়েকটি বোর্ডের সঙ্গে আলোচনা চলছে বলে জানান ওই কর্মকর্তা। তবে কোন কোন বোর্ডের সঙ্গে আলোচনা চলছে তা প্রকাশ করেননি তিনি।শচিন টেন্ডুলকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন গত বছর ডিসেম্বরে। কোটি শচিন ভক্তের একটা দুঃখ ছিল তাকে আনুষ্ঠানিক বিদায় জানাতে না পেরে। অনেকেই স্বপ্ন দেখতেন টেন্ডুলকারের বিদায়ী ম্যাচ দেখার জন্য।

তবে এবার তাদের সেই স্বপ্ন সত্য হতে চলেছে। ব্যাটিং ঈশ্বরের সম্মানে বিশেষভাবে আয়োজিত শেষ ওয়ানডে বা বিদায়ী ম্যাচে খেলবেন তিনি।

২০১২ সালের ২৩ ডিসেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে পাঠানো এক চিঠিতে টেন্ডুলকার ওয়ানডে ক্রিকেট থেকে বিদায়ের কথা জানালে পুরো ক্রিকেট বিশ্বই তখন বিস্মিত হয়েছিল।

এ ঘটনা কেবলমাত্র বিসিসিআইকেই নয়- টেন্ডুলকারের সতীর্থ খেলোয়াড়দেরও বিস্মিত করেছিল। সর্বোপরি তার এমন সিদ্ধান্তে তার কোটি কোটি ভক্ত সেদিন কষ্ট পেয়েছিল।

শচিন রমেশ টেন্ডুলকার (এসআরটি) ফ্যান ক্লাবের সভাপতি রাউল ভার্মা জানান, ‘আমাদের ঈশ্বর দুই দশকেরও বেশি সময় ধরে আমাদের জন্য অনেক কিছু করেছেন। ওয়ানডে ক্রিকেটে তার শেষ ম্যাচটি আমাদেরও প্রাপ্য। যাতে করে এযাবতকালে বিশ্বে কেউ দেখেনি এমন একটা বিদায়ী অনুষ্ঠান আমরা আয়োজন করতে পারি।’

ভার্মা আরও জানান, বিশ্বজুড়ে তাদের ক্লাবের সদস্য সংখ্যা ১০ মিলিয়নের বেশি। তাকে শেষ ওয়ানডে খেলার জন্য অনুরোধ জানিয়ে ক্লাবের সব সদস্য স্বাক্ষরিত একটি আবেদন বিসিসিআইর কাছে জমা দেয়া হয়েছে।

নাম প্রকাশ না করে বিসিসিআইর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা টেন্ডুলকার ভক্তদের কাছ থেকে একটি আবেদনপত্র পাওয়ার কথা স্বীকার করেছেন।

ওই কর্মকর্তা জানান, ‘ক্রিকেট ভক্তদের মনোভাবকে সব সময়ই সতর্কতার সঙ্গে বিবেচনা করে আসছে বিসিসিআই এবং কেবলমাত্র এক ম্যাচের জন্য তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে টেন্ডুলকারকে বলে আসছে।’

তিনি বলেন, নিজের ভক্তদের প্রতি সব সময়ই কৃতজ্ঞ ছিলেন শচিন। এ বিষয়ে চিন্তা করতে কিছু সময় দেয়ার পর ভক্তদের কথা বিবেচনা করে তিনি শেষ ওয়ানডে ম্যাচ খেলতে রাজি হয়েছেন।

এই বিশেষ ওয়ানডে খেলার জন্য বেশ কয়েকটি বোর্ডের সঙ্গে আলোচনা চলছে বলে জানান ওই কর্মকর্তা। তবে কোন কোন বোর্ডের সঙ্গে আলোচনা চলছে তা প্রকাশ করেননি তিনি।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ