দুদকের মুখোমুখি মান্নান ও নুরুল হুদা

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ   রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নুরুল হুদা এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার সকাল থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাজউকের বিভিন্ন প্রকল্পের প্লট বরাদ্দের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় (রাজউক) চেয়ারম্যান নুরুল হুদার জিজ্ঞাসাবাদ শুরু হয়। তাকে জিজ্ঞাসাবাদ করছেন দুদকের উপ-পরিচালক যতন কুমার রায়।

এর আগে, বুধবার বিকেলে বিশেষ বার্তা বাহকের মাধ্যমে দুদক থেকে তার কাছে নোটিস পাঠানো হয়। এতে তাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার মধ্যে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়।

দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় জানান, রাজউকের বিভিন্ন প্রকল্পের প্লট বরাদ্দের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে রাজউক চেয়ারম্যানের বক্তব্য নেওয়ার জন্যই তাকে দুদকে আসতে বলা হয়েছে।

অন্যদিকে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে তার জিজ্ঞাসাবাদ শুরু হয়।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি ১১টায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল সাবেক এই প্রতিমন্ত্রীকে। তবে সেসময় তিনি দুদককে পাত্তা নিয়ে দিয়ে হাজির হননি।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন মান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠান।

প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মান্নানের সম্পত্তি ১০৭ গুণ বেড়েছে। পাঁচ বছর আগে তার সাকুল্যে ১০ লাখ ৩৩ হাজার টাকার সম্পত্তি ছিল। গত পাঁচ বছরের ব্যবধানে সেটা হয়েছে ১১ কোটি তিন লাখ টাকা।

আগে তার বার্ষিক আয় ছিল তিন লাখ ৮৫ হাজার টাকা। সেই আয় বেড়ে দাঁড়িয়েছে বছরে তিন কোটি ২৮ লাখ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ