নাচোলে তিনটি পদেই আ’লীগ সমর্থিতরা জয়ী

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, চাঁপাইনবাবগঞ্জঃ  চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত মো. আব্দুল কাদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুজ্জামান সেলিম জানান, আব্দুল কাদের ঘোড়া প্রতীকে ২৪ হাজার ৯২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত সিরাজুল ইসলাম আনারস প্রতীকে ২৩ হাজার ৭১৬ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মজিবুর রহমান চশমা প্রতীকে ২৪ হাজার ৬৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রতীমা রানী হাঁস প্রতীকে ২২ হাজার ৭৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ