বিএনপির সমাবেশে কাজী জাফর

kazi jafar jafor কাজী জাফরসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির গণসমাবেশে কাজী জাফরের জাতীয় পার্টির নেতাকর্মীরা অংশ নিয়েছেন । সোমবারের গণসমাবেশে দেখা গেছে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতার নির্ধারিত আসনে স্থান পেয়েছেন কাজী জাফর আহমদ।

জোটের বিগত সব কর্মসূচিতে দেখা গেছে- মঞ্চে খালেদা জিয়ার পরের আসনটি এলডিপির চেয়ারম্যান কর্নেল অব. অলি আহমেদের জন্য নির্ধারিত থাকতো। এরপরের আসনটি থাকতো জামায়াতে ইসলামীর শীর্ষ নেতার জন্য। তবে আজকে এর ব্যতিক্রম চোখে পড়েছে। কারণ জামায়াত সমাবেশে যোগ দেবে না-এ কারণে গণসমাবেশে জামায়াত নেতার নির্ধারিত আসনে জায়গা পেয়েছেন জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ।

১৮ দলের শরিক একটি দলের শীর্ষ নেতা  বলেন, ‘আজকের সমাবেশে ১৮ দলের অন্যতম শরিক জামায়াতের জন্য মঞ্চে কোনো আসন রাখা হয়নি। তাদের স্থানে যুক্ত হয়েছেন কাজী জাফর আহমদ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ