হত্যার হুমকি পেলেন মোশাররফ

পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মোশাররফকে হত্যার হুমকি দিয়েছে তালেবান।
indperex
তালেবানের মুখপাত্র ইহসানুল্লাহ ইহসান অজ্ঞাতস্থান থেকে টেলিফোনে বলেন, ‘মোশাররফের জন্য আমরা একটি বিশেষ আত্মঘাতী স্কোয়াড প্রস্তুত রেখেছি। পাকিস্তানে আসার পর তার ওপর হামলা চালানো হবে।’

সাবেক সেনাশাসক মোশাররফ শুক্রবার দুবাইতে এক সাক্ষাৎকারে আগামী মে মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পাকিস্তানে ফেরার ঘোষণা দেন।

এ সময় তিনি নিজের জীবনের প্রতি যেকোন ঝুঁকি নিতে প্রস্তুত বলে জানান।

সাবেক এই সেনাশাসক বলেন, ‘দুইশ ভাগ নিশ্চিত আমি রোববার পাকিস্তান যাচ্ছি।’

দেশটির সরকার প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আগামী ১১ মে সেদেশে সাধারণ নির্বাচনের ঘোষণা দেন।

এ নির্বাচনের মাধ্যমে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের ঘটনা ঘটবে বলে আশা করা হচ্ছে।

১৯৯৯ সালে রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন মোশাররফ। তিনি ২০০৮ সালে অভিশংসনের হুমকির মুখে পদত্যাগ করেন। এর এক বছর পর তিনি পাকিস্তান ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ