খালেদা জিয়ার বাসার সামনে নিরাপত্তা কিছিুটা শিথিল

khaleda zia বেগম খালেদা জিয়াসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে থেকে নিরাপত্তাব্যবস্থা অনেকটা শিথিল করা হয়েছে। কয়েক প্লাটুন পুলিশ প্রত্যাহার করা হয়েছে। তাছাড়া সোমবার  খালেদা জিয়ার বাসভবনে দু-একজন সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম  জানান, প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এখন অবস্থা সে রকম নেই, তাই কিছুটা শিথিল করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি অংশগ্রহণে বাধা দেওয়ার পর থেকে খালেদা জিয়া কার্যত গৃহবন্দী বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি গৃহবন্দি বা অন্তরীণ নন।

এদিকে, খালেদা জিয়া নির্বাচনপরবর্তী ১৮ দলের অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন করতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে সেটা কখন হবে সে সম্পর্কে কেউই কিছু বলতে পারছেন না। ধারণা করা হচ্ছে, বুধবার হরতাল শেষে খালেদা জিয়া সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ