এক হাজার ২০২ কোটি টাকার সম্পদ ক্ষতির পরও শ্রমিকদের ওপর আস্থা

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  শ্রমিকের দেওয়া আগুনেই পুড়েছে এক হাজার ২০২ কোটি টাকার সম্পদ। এর পরও শ্রমিকদের ওপর আস্থা হারাননি স্ট্যান্ডার্ড গ্রুপের মালিক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসাইন। বরং তিনি নিজের দগদগে ক্ষত ভুলে সমবেদনায় শ্রমিকদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। কোনো শ্রমিককে বেকার হতে দেব না- উল্লেখ করে তিনি বলেছেন, পোড়া কারখানা চালু করা না গেলেও নিজের অন্য কারখানাগুলোতে চাকরি দেবেন তাদের। অল্প মেশিনে বাড়তি শ্রমিকের কাজের সংস্থান করতে চালু করবেন দুই শিফট। মেয়েরা কাজ করবে দিনের বেলায়, ছেলেরা রাতে। প্রয়োজনে নিজে না খেয়ে থাকবেন, তবু পুড়ে যাওয়া কারখানার ১৮ হাজার ৮০০ শ্রমিককে গত নভেম্বর মাসের বেতনও দেবেন তিনি। এ জন্য যত লোকসানই হোক, সব তিনি মেনে নেবেন। স্যালুট না দিয়ে পারছিনা এই লোকটি কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ