চিহ্নিত হবেন উনিও হুকুমের আসামি হিসেবে

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে বুধবার সকালে দলের সভাপতি শেখ হাসিনা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়কে ইংগিত করে বলেছেন, ‘এক সময় উনিও হুকুমের আসামি হিসেবে চিহ্নিত হবেন।’

তফসিল প্রত্যাখ্যান করে বিরোধী দলের অবরোধের মধ্যে জ্বালাও-পোড়াও এবং নাশকতার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এর দায় বিরোধীদলীয় নেতাকেই নিতে হবে।’

তিনি বলেন, নির্বাচন ‘সময়মতোই’ হবে।

তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী যুদ্ধাপরাধীদের স্বার্থ রক্ষা করতে গিয়ে জনগণের স্বার্থ বিসর্জন দিচ্ছেন- এটা খুবই দুঃখজনক’।

বিএনপি চেয়ারপার্সনকে আবারো নির্বাচনে আসার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি তাকে সংবিধানের ৫৭ এর ৪ ধারাটি পড়ে দেখতে বলব। উনি কি আবার ওয়ান-ইলেভেন আনতে চান? কার স্বার্থে?’

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সকাল সাড়ে ১১টার পর দলের পার্লামেন্টোরি বোর্ডের এ বৈঠক শুরু হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতেই এ বৈঠক হচ্ছে।

প্রধান বিরোধীদলকে নির্বাচনে আসার আহবান জানিয়ে তিনি বলেন, ‘আমি তাদের নির্বাচনে আসতে বলব। কিন্তু তারা জানেন, জনগণ নির্বাচনে তাদের ভোট দেবে না। ভোট না পাওয়ার ভয়ে, হেরে যাওয়ার ভয়ে তারা নির্বাচনে আসছেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ