খোকাসহ বিএনপির ১০ নেতার নামে মামলা

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ হরতালে বোমা বিস্ফোরণে উসকানির অভিযোগে

সাদেক হোসেন খোকাসহ বিএনপি ১০ নেতার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

মামলায় সাদেক হোসেন খোকাসহ বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভূইয়াঁ জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদসহ ১০ জনকে আসামি করা হয়েছে।

গত রোববার রাতে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে লেগুনায় ছোড়া পেট্রোল বোমায় ছয় জনের আহত হওয়ার ঘটনায় সোমবার রাতে সূত্রাপুর থানায় এই মামলা করা হয়।

সূত্রাপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, অভিযুক্তদের উসকানিমূলক বক্তব্য এবং প্ররোচনায় কিছুসংখ্যক হরতাল সমর্থক লক্ষ্মীবাজারে হিউম্যান হলারটিতে পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে অগ্নিদগ্ধ হন মন্টু পাল নামে এক স্বর্ণকারসহ সাতজন।

সূত্রাপুর থানার সহকারী পরিদর্শক নয়ন কার্পুনের দায়ের করা এই মামলায় ঢাকা মহানগর যুবদল নেতা ইসহাক সরকার, কাজি আবুল বাশার ও সায়েদ মন্টুকেও আসামি করা করা হয়েছে বলে ওসি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ