তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ডিএমপির একগুচ্ছ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৪ ডিসেম্বর) : দীর্ঘ ১৭ বছর প্রবাসজীবন শেষে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে একগুচ্ছ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তন করে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) হয়ে এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশান বাসভবন যাবেন।
এ উপলক্ষে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে হয়ে এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশান বাসভবন পর্যন্ত রাস্তায় তাকে অভ্যর্থনা জানানোর জন্য অতিরিক্ত জনসমাগম হবে বিধায় সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনায় কিছু বিষয়গুলো প্রতিপালনে সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
ডিএমপির নির্দেশনাগুলো হল-
১. তারেক রহমানের গমনাগমনের সময় বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তায় অভ্যর্থনাকারীদের গাড়িবহরের জন্য প্রয়োজনীয় জায়গা ছেড়ে দিতে হবে।
২. ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালী-আব্দুল্লাহপুর এবং কুড়িল–মক্কল অংশে পূর্বাচল এক্সপ্রেসওয়ে এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
৩. উত্তরা, মিরপুর, গুলশান, বাড্ডা ও প্রগতি স্মরণী এলাকার যানবাহনের জন্য একাধিক বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে।
৪. হজযাত্রী ও বিদেশগামী যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
৫. মিরপুর ও উত্তরাবাসীদের বিকল্প হিসেবে মেট্রোরেল ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
৬. অভ্যর্থনাকারীদের কোনো ব্যাগ, লাঠি বহন না করা এবং কোনো যানবাহন নিয়ে গাড়িবহরে যুক্ত না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৭. মোটরসাইকেল নিয়ে গুলশান-বনানী-এয়ারপোর্ট সড়কে অবস্থান বা জনতার ভেতর দিয়ে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।
৮. জরুরি সেবার যানবাহন (অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস) এসব নির্দেশনার বাইরে থাকবে।
৯. বিদেশগামী যাত্রীদের এয়ার টিকিট সঙ্গে রাখতে হবে এবং তাদের সঙ্গে কোনো সহযোগী থাকবে না।
১০. নতুন বাজার–গুলশান-২ সড়ক পরিহার করার অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, জনস্বার্থে এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
মনোয়ারুল হক/
