তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মাগুরায় স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর, মাগুরা), এবিসিনিউজবিডি, (২৩ ডিসেম্বর) : আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বেচ্ছাসেবক দল মাগুরা জেলা শাখার উদ্যোগে এক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি শ্রীপুরসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
শুভেচ্ছা মিছিলে বক্তব্য রাখেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম জাহিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসু। বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।
এ সময় মাগুরা সদর থানাসহ জেলার চারটি থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
